পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের একটি ভুট্টা ক্ষেতে ভারতীয় দুই হাতির দেখা মিলেছে। স্থানীয়রা বলছেন রওশনপুর সীমান্ত দিয়ে এই দুই হাতি বাংলাদেশে প্রবেশ করে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাশিম গঞ্জ এলাকায় আসে।রাস্তায় একটি গরুকে আহত করে তারা। বর্তমানে ভুট্টা ক্ষেতের ভেতরে হাতি দুইটি অবস্থান করছে।হাতি দুটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ ভিড় করছে।
ইতিমধ্যে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আছেন। তারা দর্শনার্থীদেরকে এলাকা ছেড়ে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কোন ক্রমেই যাতে হাতি দুটিকে উত্তপ্ত না করা হয় হ্যান্ড মাইকের মাধ্যমে এমন আহ্বান জানাচ্ছেন তারা। বনবিভাগ জানিয়েছে ইতিমধ্যে ভারতীয় বন ও বন্য প্রাণী বিভাগ তাদের সাথে যোগাযোগ করেছে। হাতি দুটিকে উদ্ধার করে ভারতে পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তারা।
কাশিমগঞ্জ গ্রামের জামাল উদ্দিন (৫০) জানান, আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল। যাবার সময় বাড়ির বেড়া, বাথরুমের ওয়াল ভেঙ্গে দিয়েছে। মরিচ খেত ও ভুট্টা খেত নষ্ট করেছে। আমরা খুব আতঙ্ককে ছিলাম। তারপরে আস্তে আস্তে পশ্চিম দিকের ভুট্টা ক্ষেতে চলে যায়। বর্তমানে মহানন্দা নদীর পাড়ে ভুট্টা ক্ষেতে অবস্থান করছে।
বনবিভাগ জানিয়েছে ইতিমধ্যে ভারতীয় বন ও বন্য প্রাণী বিভাগ তাদের সাথে যোগাযোগ করেছে। হাতি দুটিকে উদ্ধার করে ভারতে পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তারা। জেলা সহকারী বনসংরক্ষক নুরুন্নাহার জানান, আমাদের কর্মীরা স্থানীয়দের সচেতন করতে মাইকিং করছে। এই মুহূর্তে হাতি দুটিকে কোনভাবেই উত্তপ্ত করা যাবেনা। ভারতীয় বন ও প্রাণী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা এলে আমরা হাতি দুটিকে কিভাবে তাদের কাছে তুলে দেয়া যায় পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করব।
prothomasha.com
Copy Right 2023