সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে ভারি বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে বন্যা। বন্যার পানিতে ডুবে গেছে সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের অন্যতম ব্যস্ততম এই বিমানবন্দরে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, বৃষ্টির পানিতে ডুবে গেছে বিমানবন্দর। সেখানে চলছে উড়োজাহাজ।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি সারা বিশ্বের যাত্রীদের জন্য ব্যস্ততম এয়ার হাব হিসেবে পরিচিত। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিপজ্জনক হওয়ার কারণে অসংখ্য আগত ফ্লাইট সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৪৯ সালের পর থেকে সর্বোচ্চ।
দুবাই ছাড়াও আরব আমিরাতের অন্যান্য অঞ্চলেও বন্যা হয়েছে। ভারি বৃষ্টিতে বন্যার শিকার হয়েছে তাদের প্রতিবেশী দেশ বাহরাইন ও ওমানও। ওমানে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু।
prothomasha.com
Copy Right 2023