চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সফর বন্ধ এক যুগের বেশি সময়। তবে বৈশ্বিক প্রতিযোগিতায় ঠিকই তাদের সাক্ষাৎ হয়। আজ রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে দুদল। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।এ ম্যাচের আগে দুদলই গ্রুপ পর্বে একটি করে ম্যাচ খেলেছে। ভারত আয়ারল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে হেরে অঘটনের শিকার হয়েছে।এ ম্যাচের আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দুদলের বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে ফোকাস করেছে। যারা খেলায় পার্থ্যক্য গড়ে দিতে পারেন।বিরাট কোহলি বনাম মোহাম্মদ আমির: টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত বিরাটকে আউট করতে পারেননি আমির। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত বিরাটকে দুবার আউট করেছেন তিনি। দুবারই ওয়ানডে ক্রিকেটে। একবার ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে। সেবার আমির একাই শেষ করে দিয়েছিলেন ভারতীয় দলকে। আর একবার ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে বিরাটের উইকেট নেন আমির। আর আমিরের বিপক্ষে খেলা ৬০ বলে বিরাট করেছেন মাত্র ৫৬ রান। মেরেছেন সাতটি চার। আমিরকে কখনো ছক্কা মারতে পারেননি বিরাট। রবিবার তাই বাঁহাতি অভিজ্ঞ পেসার আমিরের সঙ্গে বিরাটের লড়াই নিয়ে আগ্রহ থাকবে।
রোহিত শর্মা বনাম শাহিন শাহ আফ্রিদি: বাঁহাতি পেসারদের বিপক্ষে দুর্বলতা রয়েছে ভারত অধিনায়কের। আর উল্টো দিকের বোলারটির নাম যদি হয় শাহিন শাহ আফ্রিদি, তা হলে ভারতীয় সমর্থকদের চিন্তা তো হবেই। এখনও পর্যন্ত সব ধরনের ক্রিকেট মিলিয়ে রোহিত এবং আফ্রিদি মুখোমুখি হয়েছেন ছবার। এর মধ্যে তিন বার রোহিতকে আউট করেছেন আফ্রিদি। পাক পেসারের বিপক্ষে এখনও পর্যন্ত ৬২টি বল খেলেছেন রোহিত। করেছেন ৫২ রান। পাঁচটি চার এবং তিনটি ছক্কা মেরেছেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার পরিসংখ্যান নিজের দিকে ঘোরাতে চাইবেন রোহিত।জসপ্রিত বুমরাহ বনাম বাবর আজম: ভারতের অন্যতম সেরা পেসার বুমরাহ। কিন্তু আজ পর্যন্ত বাবরকে আউট করতে পারেননি তিনি। বুমরাহর বিপক্ষে বাবর খেলেছেন ৪৯টি বল। পাক অধিনায়ক করেছেন ৩৫ রান। মেরেছেন চারটি চার। বুমরাহর বিপক্ষে রান খুব বেশি না করতে পারলেও উইকেট দেননি বাবর। রবিবার সেই উইকেটটিই নিতে চাইবেন বুমরাহ। কারণ পাক অধিনায়কের ব্যাট চললে পাকিস্তান বড় রান তুলতেই পারে। সেটাই আটকাতে চাইবেন ফর্মে থাকা ভারতীয় পেসার।
prothomasha.com
Copy Right 2023