ভারত থেকে ট্রেনযোগে সিরাজগঞ্জে এসে পৌঁছেছে পিয়াজ। সিরাজগঞ্জে আনার পর টিসিবির নির্ধারিত ডিলারদের কাছে এসব পিয়াজ হস্থান্তর করা হচ্ছে। এই পিয়াজ ঢাকা,গাজীপুর ও চট্রগ্রামের ভোক্তাদের কাছে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
দুই দেশের চুক্তি অনুযায়ি পর্যায়ক্রমে আসবে ৫০০০০ মেট্রিক টন পিয়াজ। আগের চুক্তি অনুযায়ি আসতে শুরু করেছে পিয়াজ। মোট ৫০০০০ মেট্রিক টন পিয়াজের মধ্যে প্রথম চালানে ১৬৫০ টন পিয়াজ নিয়ে রবিবার দর্শনা আন্তজার্তিক রেল স্টেশনে পৌঁছায় ট্রেনটি। সোমবার সকালে পৌঁছায় সিরাজগঞ্জে।
টিসিবির অতিরিক্ত পরিচালক জানান ১০০০ মেট্রিক টন পিয়াজ ঢাকা জেলায় এবং বাকি ৬৫০ মেট্রিক টন পিয়াজ গাজীপুর ও চট্রগ্রামে বিক্রি হবে। আমদানি করা এইসব পিয়াজে দাম কমতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলে মনে করেন এই কর্মকর্তা।
prothomasha.com
Copy Right 2023