ভারতীয় শেয়ার বাজারে বড় ধস নেমেছে। আজ মঙ্গলবার দেশটির স্টক মার্কেটে ৬ হাজারের বেশি পয়েন্ট পতন হয়েছে। সকালে লোকসভার ভোট গণনা শুরুর পরই দেশটির শেয়ার বাজারে এই ধস নামে।এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে (ভারতীয় সময় ৮টা) এই ভোট গণনা শুরু হয়। ইতিমধ্যে কয়েক ঘণ্টা পারও হয়ে গেছে। তবে এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভারতের রাষ্ট্র পরিচালিত সংস্থাগুলোর শেয়ারে সবচেয়ে বেশি ধস নেমেছে। এসব প্রতিষ্ঠানের নিফটি পিএসই সূচক ১৪ দশকিম ৭ শতাংশের মতো পতন হয়েছে। এ ছাড়া নিফটি পিএসইউ ব্যাংক সূচক ১৩ দশমিক ৮ শতাংশ কমেছে। এমনকি এই সূচক এ যাবৎ কালের সবচেয়ে খারাপের দিকে ধাবিত হচ্ছে।
মুম্বাইয়ের সামকো মিউচুয়াল ফান্ডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা উমেশ কুমার মেহতা বলেছেন, ‘বাজারে আজ পতন হয়েছে। সরকারি শাসন কাঠামোয় পরিবর্তনের আভাস থেকেই এমনটা হয়েছে। কেননা নির্বাচনী প্রাথমিক ফলাফল যে পথে অগ্রসর হচ্ছে তাতে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে। যদিও গত ১০ বছর ধরে তারা এককভাবে ক্ষমতায় রয়েছে।’
prothomasha.com
Copy Right 2023