Skip to content

ব্রিকসের সদস্য হলো আরও ৫ দেশ

    ব্রিকসের সদস্য হলো আরও ৫ দেশ prothomasha.com

    ব্রিকস সদস্যপদ সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়া অন্তর্ভুক্ত। BRICS এর আগের পাঁচ সদস্য হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এখন ৫টি নতুন দেশ সদস্যপদ পাওয়ায় জোটের মোট সদস্যসংখ্যা ১০টি দেশ। খবর – আনাদোলু নিউজ। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী নালেদি পান্ডার বুধবার ব্রিকস সদস্যপদ সম্প্রসারণের ঘোষণা দেন।

    গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 15তম ব্রিকস সম্মেলনে ছয়টি দেশকে জোটের পূর্ণ সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ জানানো অন্য দেশটি ছিল আর্জেন্টিনা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ছয়টি দেশের সদস্যপদ কার্যকর হওয়ার কথা ছিল। আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই গত শুক্রবার বলেছেন, তার দেশ ব্রিকসের সদস্য হবে না। আর্জেন্টিনা ব্রিকসের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইছে, মূলত পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক জোরদার করার জন্য বৈদেশিক নীতিতে পরিবর্তনের প্রতিশ্রুতি পূরণ করতে।

    গতকাল এক সংবাদ সম্মেলনে নালেদি পান্ডার বলেন, আমরা (দক্ষিণ আফ্রিকা) রাশিয়ার কাছে ব্রিকসের সভাপতিত্ব হস্তান্তর করেছি। এর আগে আর্জেন্টিনা, সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া- এই ছয়টি দেশকে পূর্ণ সদস্য হিসেবে নিশ্চিত করা হয়েছে। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থমন্ত্রীদের এক বৈঠকে 2006 সালের জুন মাসে BRICS প্রতিষ্ঠিত হয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকা এই জোটে যোগ দেয়।