অলিম্পিকের আঞ্চলিক বাছাইপর্বে সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টিনার। জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে হাভিয়ের মাচেরানোর শিষ্যদের জন্য। চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও প্যারাগুয়ের সঙ্গে ৩-৩ গোলের নাটকীয় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আলবিসেলেস্তেদের। হেরেই যেত আর্জেন্টিনা, ১ পয়েন্ট পেয়েছে ৯৭ মিনিটে ফেদেরিকো রেদোন্দোর গোলে। তবে জয় না পাওয়ায় অলিম্পিকের টিকিট পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে পড়েছে আর্জেন্টিনার জন্য।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে অলিম্পিক ফুটবলের জন্য দুটি দল খেলার সুযোগ পাবে। গ্রুপে ২ ম্যাচ শেষে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে এই অঞ্চল থেকে প্রথম দল হিসেবে প্রায় নিশ্চিত করে ফেলেছে তাদের অলিম্পিক টিকিট। বাকি একটি জায়গার জন্য মহা লড়াইয়ের অপেক্ষায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ২ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ২, অন্যদিকে প্রথম ম্যাচে হেরে যাওয়া ব্রাজিল আজ ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারানোয় তাদের পয়েন্ট ২ ম্যাচে ৩। আগামী রোববার মহারণে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের কোনো একটি বাদ পড়ছে অলিম্পিক থেকে, এটা নিশ্চিত। 'ফাইনাল' হয়ে ওঠা সে ম্যাচে সমীকরণ - আর্জেন্টিনাকে জিততেই হবে, ব্রাজিলের ড্র করলেও চলবে।
ভেনেজুয়েলার কারাকাসে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে জয়হীন আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে আজ জয়ের আশায় মাঠে নেমেছিল। প্যারাগুয়ের সঙ্গে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা, গোল করেন পাবলো সোলারি। তবে বিরতিতে যাওয়ার আগে ৪১তম মিনিটে ফ্রি-কিক থেকে প্যারাগুয়েকে সমতায় ফেরান ডিয়েগো আলেকসান্দার গোমেস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজেদের হারিয়ে খুঁজেছে মাচেরানোর শিষ্যরা। প্রথম দিকে এগিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচের ৭০তম মিনিটে পিছিয়ে পড়ে। অ্যালান হারমিনিয়ো নুনিয়েসের গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় প্যারাগুয়ে। পিছিয়ে পড়ে ম্যাচ ফিরতে মরিয়া আর্জেন্টিনা অবশ্য বেশি সময় নেয়নি। ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান থিয়াগো আলমাদা।
নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচ ৯০তম মিনিটের পর দেখল চূড়ান্ত নাটকীয়তা! ৯০ মিনিটে এনসো গনসালেসের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে। মুহূর্তেই এক পয়েন্ট পেতে যাওয়া আর্জেন্টাইনরা হারের দ্বারপ্রান্তে চলে যায়। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আর্জেন্টিনার হয়ে মহাগুরুত্বপূর্ণ ও অলিম্পিকের টিকিটের আশা বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দো রেদোন্দোর ছেলে ফেদেরিকো রেদোন্দো। ম্যাচের ৯৬তম মিনিটে প্যারাগুয়েকে হতাশায় ডুবিয়ে আর্জেন্টিনাকে আবারো ম্যাচে ফেরান ফেদেরিকো। ফলে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। অন্যদিকে ভেনেজুয়েলা-ব্রাজিল ম্যাচে তিন গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে মরিসিও এগিয়ে দেন ব্রাজিলকে, দশ মিনিট পর বলিভারের গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। ব্রাজিলও যখন ড্রয়ের শঙ্কায় কাঁপছিল, ৮৮ মিনিটে বদলি ফরোয়ার্ড গিলের্মে বিরো স্বস্তি এনে দেন সেলেসাওদের।
prothomasha.com
Copy Right 2023