জার্মানিতে সোমবার (১ এপ্রিল) থেকে প্রাপ্তবয়স্কদের জন্য ২৫ গ্র্যান্ড পর্যন্ত গাঁজা বহন করা এবং বাড়িতে তিনটি গাঁজার গাছ চাষ করা বৈধ করে দেয়া হয়েছে। আর এই খবর উৎযাপন করতে জার্মানির রাজধানী বার্লিনে গাঁজা ব্যবহারকারীরা মধ্যরাতেই ব্র্যান্ডেনবার্গ গেটে জড়ো হয়েছিল মাদকের নতুন ব্যবহারবিধি আইনকে স্বাগত জানাতে।
জার্মান গাঁজা অ্যাসোসিয়েশনের (ডিএইচভি) সদস্য হেনরি প্লটকে বার্লিনের সমাবেশে ডিপিএকে (এএফপি) বলেন, "আমরা অবশেষে নিজেদের দেখাতে পারি, আমাদের আর লুকিয়ে থাকতে হবে না।" ডিএইচভি'র উদ্যোগে ইভেন্টটির আয়োজন করা হয়। আর, এই ইভেন্টটির ব্যাপারে পুলিশের কার্যালয় থেকে নিবন্ধিত করা হয়েছিল। নতুন আইন কি বলছে? এই আইনে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্করা তাদের নিজস্ব সেবনের জন্য ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা বহন করার অনুমতি দেওয়া হবে।
এই আইনের আওতায় জনসাধারণের ব্যবহারের অনুমতি দেওয়া হবে, তবে, তা শিশুদের দৃষ্টির বাহিরে করতে হবে এবং এটি ক্রীড়া কেন্দ্র থেকে দূরে থাকতে হবে। এ ছাড়াও সকাল ৭টা থেকে রাত ৮টার মধ্যে পথচারী চলাচলের রাস্তাতে এটি নিষিদ্ধ থাকবে। প্রাপ্তবয়স্কদের বাড়িতে ৫০ গ্রাম পর্যন্ত ওষুধ সংরক্ষণ করার পাশাপাশি বাড়িতে চাষের জন্য তিনটি গাছ রাখার অনুমতি দেওয়া হবে। বিশেষ গাঁজা ক্লাবগুলিকে ১ জুলাই থেকে সীমিত ভিত্তিতে ড্রাগ বাড়ানো এবং কেনার অনুমতি দেওয়া হবে। সে ক্ষেত্রে ক্লাবগুলিতে ৫০০ জন সদস্য থাকতে হবে। এই আইনে অপ্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা আগের মতই নিষিদ্ধ থাকবে।
এই আইনের ফলে জার্মান যুবকদের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা উদ্বেগের মধ্যে সৃষ্টি করেছে এবং কিছু সমালোচনার সম্মুখীন হয়েছে। গাঁজা সেবনের ক্ষেত্রে জার্মানিকে ইউরোপের সবচেয়ে উদার দেশগুলির মধ্যে একটি হিসেবে ধরা হয়। জার্মানি অবশ্য গাঁজা নিয়ন্ত্রণ শিথিল করা প্রথম ইউরোপীয় দেশ নয়। পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অল্প পরিমাণে গাঁজার ব্যবহার দীর্ঘদিন ধরে বৈধতা দেয়া হয়েছে। তবে, সে সব দেশেও গাঁজা ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিবিধান বহাল রয়েছে।
prothomasha.com
Copy Right 2023