প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ৯:৪৩ পূর্বাহ্ণ
বুরকিনা ফাসোতে নামাজের সময় মসজিদে হামলা, বহু হতাহত
বুরকিনা ফাসোতে সোমবার একটি গির্জায় হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। একই দিন একটি মসজিদেও হামলা চালানো হয়েছে। মসজিদে নামাজের সময় এই হামলা হয়। এতে বহু হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ফজরের নামাজের সময় বুরকিনা ফাসোর নাটিয়াবোয়ানি শহরের একটি মসজিদ ঘিরে ফেলে বন্দুকধারীরা। এরপর গুলি চালানো হয়।
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশের বেশি এলাকা ইসলামী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির কর্তৃপক্ষ আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করে রেখেছে।
ওইসব বিদ্রোহীদের কেউ এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। একই দিন তারা বিভিন্ন সেনা ও মিলিশিয়া বাহিনীর ওপর হামলা চালায়। এসব হামলায় বহু হতাহত হয়েছে। বুরকিনা ফাসোর নাটিয়াবোয়ানি শহরে বিভিন্ন ইসলামি গোষ্ঠীর আধিপত্য রয়েছে।
এর আগে ওইদিনই রাতে একটি ক্যাথলিক গির্জায় হামলা হয়। এতে ১৫ তীর্থযাত্রী নিহত হয়েছে। বিদ্রোহীদের কেউ এই হামলা করেছে বলে ধারণা। তবে দুই হামলায় কোনো যোগসূত্র আছে কিনা—তা বলা যাচ্ছে না।
prothomasha.com
Copy Right 2023