প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ২:৫৫ অপরাহ্ণ
বিশ্বের কঠিনতম পেশা ‘ভিমরোজকা’!
রাশিয়ার দূর প্রাচ্যের একটি প্রজতন্ত্রের নাম ইয়াকুটিয়া। সেখানকার বরফ আচ্ছাদিত শিপইয়ার্ডে মাইনাস জিরো ডিগ্রিতে শ্রমিকদের কাজ করতে হয়। ঠাণ্ডায় জমে গিয়ে বরফ কেটে কেটে জাহাজ মেরামত বা তৈরি করাই করাই এসব শিপইয়ার্ডের শ্রমিকদের কাজ। এ কাজকে স্থানীয়রা ‘ভিমরোজকা’ বলে থাকেন। ভিমরোজকা শব্দের আক্ষরিক অনুবাদ হতে পারে ঠাণ্ডায় জমে যাওয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, শীতকালে সাইবেরিয়া অঞ্চলের ইয়াকুটিয়াতে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে আসে। স্বাভাবিকভাবেই এ রকম পরিবেশে কাজ করাটা বেশ কঠিন ও ক্লান্তিকর।
ইয়াকুটিয়ার লিনা নদীর তীরে ক্ষতিগ্রস্ত জাহাজগুলো বরফ কেটে কেটে নির্দিষ্ট স্থানে নিয়ে যান শ্রমিকরা। এরপর জাহাজগুলো মেরামত করেন। একেকটি জাহাজ মেরামত করতে কয়েক সপ্তাহ লেগে যায়।লিনা নদীর তীরে এমন ঠাণ্ডায় কাজ করাকে বিশ্বের কঠিনতম কাজ মনে করেন অনেকে। কিন্তু সবার কাছে বিষয়টি এমন নয়। ৪৮ বছর বয়সী শ্রমিক মিখাইল ক্লুস বলেন, ‘আপনাকে ঠিকঠাকভাবে পোশাক পরতে হবে। আবার যখন এখানে খুব গরম কোনো ঘরে প্রবেশ করেবেন তখন পোশাক খুলে ফেলতে হবে। কারণ তখন আপনার শরীর থেকে বাষ্প বের হবে। তো এটি পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ নয়। তবে এটাকে অন্যতম কঠিন কাজ বলা যেতে পারে।’
মিখাইল ক্লুস আরও বলেন, ‘এই কাজে শুধু সহিষ্ণুতা এবং শক্তির পাশাপাশি চরম সতর্কতা জরুরি। কাজটি ঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে, ঠান্ডাকে ভালোবাসতে হবে এবং এতে কাজ করতে হবে।’ ২২ বছর বয়সী শ্রমিক আর্তিওম কোভালেক বলেন, ‘কখনও কখনও যখন আপনি জমে যাবেন, তখন মনে হবে বাড়ি ফিরে যাই একটু আরাম করি। তবে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে।’
prothomasha.com
Copy Right 2023