বিশ্বের বিভিন্ন প্রান্তে বিঘ্নিত হলো মেটার মালিকাধীন হোয়াটসঅ্যাপ পরিষেবা। ব্যবহারকারীরা দাবি করেছেন যে, বুধবার রাতে এই পরিষেবা ব্যাহত হয়। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট থেকে হোয়াটসঅ্যাপ পরিষেবায় ব্যাহত হয়। ভারতের ৩০ হাজার, যুক্তরাষ্ট্রের ৬৭ হাজার ও ব্রাজিলের ৯৫ হাজার ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছিল না বলে জানায়।
ডাউন ডিটেক্টর’-র ওয়েবসাইটে একজন লেখেন যে ,‘আমার হোয়াটসঅ্যাপ খুলছে না।’ অপর একজন ওই ওয়েবসাইটে অভিযোগ করেছেন, ‘আমি তো প্রথমে ভাবলাম যে আমার ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে। তারপর দেখলাম যে হোয়াটসঅ্যাপ কাজ করছে না।’ এ নিয়ে মেটার পক্ষ থেকে কোনো বক্তব্য পায়নি রয়টার্স।
prothomasha.com
Copy Right 2023