আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কলিন মানরো। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। ২০২০ সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেননি মানরো। তবে এবারের বিশ্বকাপে খেলার জন্য তৈরি বলে জানিয়েছিলেন তিনি। এরপরও গ্যারি স্টিডের দলে তার জায়গা হয়নি।
মানরো মূলত সাদা বলের ক্রিকেটটাই বেশি পছন্দ করতেন। ক্যারিয়ারে মাত্র ১টি টেস্ট খেলেছেন। এছাড়া ৫৭ ওয়ানডে ও ৬৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের। দারুণ আক্রমণাত্মক ব্যাটার ছিলেন তিনি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে মাত্র ৪৭ বলে করেছিলেন সেঞ্চুরি। ২০১৬ সালে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৪ বলে হাঁকিয়েছিলেন অর্ধশতক। এই সংস্করণে সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরিও তার।
অবসরের ঘোষণায় মানরো বলেছেন, ‘জাতীয় দলে অনেকদিন খেলা না হলেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ফর্মের মাধ্যমে জাতীয় দলে ফেরার আশা আমি সবসময়ই রেখেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর এই অধ্যায় আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার সঠিক সময় এখন।’
prothomasha.com
Copy Right 2023