কয়েকদিন ধরে দেশে ব্যাপক গরম পড়েছে। তাপদাহের পর অবশেষে দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি নেমেছে। রোববার (৭ এপ্রিল) সকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ঢাকার শনির আখড়া, দোহার, নারায়ণগঞ্জ, সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, যশোর, লক্ষ্মীপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী, ভোলা, চাঁদপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুপুরের মধ্যে রাজধানীসহ দেশের একাধিক অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় হতে পারে। তাছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে।
prothomasha.com
Copy Right 2023