টেস্টের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়ে দিলেন, ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের পর আর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট খেলবেন না তিনি।আজ বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আর তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ১২ অক্টোবর। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সেদিনই শেষ হচ্ছে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে সাবেক এই অধিনায়কের পথচলা।৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ ১৭ বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। এই অলরাউন্ডার তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন।এক নজরে দেখে নেওয়া যাক মাহমুদউল্লাহর ক্যারিয়ারের কিছু উল্লেখযোগ্য রেকর্ড-
সবচেয়ে লম্বা ক্যারিয়ার
বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে লম্বা ক্যারিয়ার সাকিব আল হাসানের। ১৭ বছর ২০৯ দিন এই ফরম্যাটের ক্রিকেট খেলেছেন তিনি। এর পর তালিকায় জিম্বাবুয়ের শন উইলিয়ামসের (১৭ বছর ১৬৬ দিন) পরই মাহমুদউল্লাহর অবস্থান (১৭ বছর ৩৬ দিন)। এরপর রোহিত শর্মা, টিম সাউদিরা রয়েছেন।
অধিনায়ক হিসেবে রেকর্ড
অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৩ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। সাকিব আল হাসান হাসান ৩৯, মাশরাফি ২৮ ও মুশফিক ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন।
সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ
বাংলাদেশের জার্সি গায়ে সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মাহমুদউল্লøাহ। এরপর সাকিব ১২৯, মোস্তাফিজ ১০৪, মুশফিক ১০২, লিটন ৯০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
তিন ফরম্যাটে ৩য় সর্বোচ্চ ম্যাচ
এ পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে চার শতাধিক ম্যাচ খেলা তিন ক্রিকেটারদের একজন হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪২১ ম্যাচ খেলেছেন তিনি। সাকিব সর্বোচ্চ ৪৬৫ ও মুশফিক ৪৪৭ ম্যাচ খেলেন।
একক ভেন্যুতে সর্বোচ্চ রান
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একক ভেন্যুতে সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে শীর্ষে মাহমুদউল্লাহ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩৯ ম্যাচ খেলে ৮০৪ রান সংগ্রহ করেছেন তিনি। বিশ্ব ক্রিকেটে এ রেকর্ডের তালিকায় চার নম্বরে আছেন এ অলরাউন্ডার।
সাকিবের পরই মাহমুদউল্লাহ
বাংলাদেশের টি-টোয়েন্টির ইতিহাসে সাকিব আল হাসানের পর সবচেয়ে বেশি রান সংগ্রাহক হলেন মাহমুদউল্লাহ। সাকিবের সংগ্রহ ২৫৫১ রান। আর মাহমুদউল্লাহ করেছেন ২৩৯৫ রান।
prothomasha.com
Copy Right 2023