বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফ্যাশন স্টাডিজ বিভাগ ‘পুলড ফ্রম দ্য রুটস উইথ টং’ শিরোনামে ফ্যাশন শোর আয়োজন করেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই ফ্যাশন শো হয়। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফ্যাশন ডিজাইনার রেফায়া তুরশিন ফ্যাশন শো উপস্থাপন করেন। তিনি আরটি অ্যাটেলিয়ারের প্রতিষ্ঠাতা ও ফাইন আর্ট ফটোগ্রাফি এবং পরিবেশবান্ধব ডিজাইনে তাঁর বৈচিত্র্যময় দক্ষতার জন্য বেশ পরিচিত। তিনি র আর্টিস্ট কানাডা (সামার ২০২২ এবং ২০২৩), ফ্যাশন আর্ট টরন্টো (স্প্রিং/সামার ২০২৩) এবং ভেগান ফ্যাশন শো ২০২৩সহ বিভিন্ন মর্যাদাপূর্ণ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। আরটি অ্যাটেলিয়ারের কাজ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক টাইমস স্কয়ার বিলবোর্ডে প্রদর্শিত এবং ২০২৪ সালের মার্চ মাসে কানাডার এলে ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ওনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য, বিজিএমইএর সাবেক সভাপতি ও জায়ান্ট বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হাসান; বিইউএফটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও ফেম সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউল আজম সজল; বিইউএফটির উপাচার্য অধ্যাপক এস এম মাহফুজুর রহমান এবং দুর্জয় বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুর্জয় রহমান।
বিইউএফটির ফ্যাশন স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আফসানা শারমিনের তত্ত্বাবধানে ফ্যাশন শোতে বিশ্ববিদ্যালয়য়ের উপ-উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান স্বাগত বক্তব্য দেন এবং ফ্যাশন স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. আলমগীর হোসেন সবার উদ্দেশ্যে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্রা উপস্থিত ছিলেন।
prothomasha.com
Copy Right 2023