প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৪, ২:৩৭ অপরাহ্ণ
বিআরটিসিতে আবারও নিয়োগ, এবার পদ ৩৪
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- ১. পদের নাম: হিসাব সহকারী (গ্রেড-১)
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: দুই বছরের অভিজ্ঞতাসহ বিকম ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
- ২. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথিপ্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
-
- ৩. পদের নাম: জব সহকারী
পদসংখ্যা: ৭
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। মোটরযান ও তার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ৪. পদের নাম: পিওএল অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১০
যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- বয়সসীমা
১১ জুন ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন যেভাবে
আবেদনপত্রে প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
-
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২১ মে থেকে ১১ জুন ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
prothomasha.com
Copy Right 2023