Skip to content

বিআইডব্লিউটিএতে ষষ্ঠ গ্রেডে চাকরি, আবেদন করুন দ্রুত

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগে সংশোধিত পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ষষ্ঠ গ্রেডে নৌ প্রকৌশলী, যান্ত্রিক প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (জাহাজ) পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

    • পদের নাম: নৌ প্রকৌশলী, যান্ত্রিক প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (জাহাজ)
      পদসংখ্যা:
      যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের চাকরির অভিজ্ঞতা, যন্ত্র প্রকৌশলে ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা যান্ত্রিক নৌ প্রকৌশল/তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমাসহ সহকারী প্রকৌশলী পদে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বাংলাদেশ নৌবাহিনীর সংশ্লিষ্ট শাখার সাব-লেফটেন্যান্ট।
      বয়স: ২৭ থেকে ৪০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য (শুধু বিআইডব্লিউটিএতে কর্মরতদের জন্য প্রযোজ্য)
      বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
    • আবেদন যেভাবে

      আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে জানা যাবে। গত ১০ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর-১১/২০২২-এর নৌ প্রকৌশলী, যান্ত্রিক প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (জাহাজ) পদে আবেদনকৃত প্রার্থীদের মধ্যে বাছাই কমিটি কর্তৃক সঠিক বিবেচিত ও কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত ৮৩ জন প্রার্থীর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

      আবেদন ফি
      অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি নম্বর ৪২২-এ আবেদন ফি বাবদ ৬০৯ টাকা জমা দিতে হবে।

      আবেদনের সময়সীমা: ২১ মার্চ, ২০২৪।