রাজধানীর উত্তর মুগদায় ছুরিকাঘাতে মো. পিয়াস ইকবাল নুর (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় তাঁর বন্ধু মো. শামীম (২৪) গুরুতর আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পিয়াসের উত্তর মুগদার বাসার অদূরে লিটল অ্যাঞ্জেল গলিতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পরে পিয়াস ও শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দিবাগত রাত ১২টার দিকে পিয়াসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত শামীম হাসপাতালে ভর্তি আছেন।
পিয়াস রাজধানীর কবি নজরুল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা ইকবাল হোসেন বলেন, গতকাল রাত ১০টার দিকে পিয়াসকে বাসা থেকে ডেকে নেন তাঁর পরিচিত বন্ধুরা। কিছু সময় পরই বাসার অদূরে লিটল অ্যাঞ্জেল গলিতে পিয়াস ও তাঁর বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।ইকবাল হোসেনের ভাষ্য, কোনো কিছু নিয়ে কথা-কাটাকাটির জেরে বন্ধুরাই তাঁর ছেলেকে হত্যা করেছেন।গদা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম খাঁন সুরতহালে লিখেছেন, পুরোনো মুঠোফোন ক্রয়-বিক্রয়ের টাকার জন্য আসামিরা কিলঘুষিসহ ধারালো চাকু দিয়ে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণে পিয়াসের মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পিয়াসের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। আহত শামীম চিকিৎসাধীন।পরিবারের তথ্য অনুযায়ী, পিয়াসের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তাঁর বাবা ইকবাল একজন ব্যবসায়ী। পরিবারটি বর্তমানে রাজধানীর উত্তর মুগদায় থাকে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন পিয়াস।
prothomasha.com
Copy Right 2023