প্রথমবার কোনো নেপালি ফিচার ফিল্ম ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে। ছবিটির নাম 'শাম্ভালা'। এটি পারিচালনা করেছেন মিন বাহাদুর ভাম।৭৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবে এবার প্রায় ২০টি চলচ্চিত্র সেরা ছবির লড়াইয়ে নেমেছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে রোববার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত।
নেপালি 'শাম্ভালা' চলচ্চিত্রে উঠে এসেছে নববিবাহিত ও গর্ভবতী এক নারীর গল্প। সেই নারী তার নিখোঁজ স্বামীকে খুঁজতে গিয়ে নিজেকে খুঁজে পাওয়ার কাহিনি নিয়ে চলচ্চিত্রটি।মিন বাহাদুর ভাম বলেন, 'শাম্ভালা' ছবির মধ্য দিয়ে নেপালি কোনো চলচ্চিত্র বার্লিন উৎসবে প্রতিযোগিতা করার জন্য লাইনআপে নির্বাচিত হয়েছে।তিনি বলেন, 'শাম্ভালা' ছবিটি শেষ করতে আট বছর সময় লেগেছে। ছবিটি প্রযোজনা ইউনিটের দুর্দান্ত প্রচেষ্টার জন্য সাফল্য পায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ছবির টাইটেল নাম ছিল 'চিসো বর্ষা, মানে 'ইয়ার অফ কোল্ড', পরে ছবিটির নামকরণ করা হয় 'শাম্ভালা'। এটি নেপালি এবং তিব্বতি উভয় ভাষাতেই প্রকাশ পায়।এই ছবিতে অভিনয় করেছেন থিনলে লামো, সোনম টপড্রা, তেনজিং দালহাল এবং কর্ম শাক্যসহ অনেকে।ভাম তার ফিচার ডেবিউ, 'কালো পথি' এর জন্য সবচেয়ে বেশি পরিচিত, যেটি ১৫ সালে ভেনিস ক্রিটিকস উইকে একটি পুরস্কার জিতেছিল।উল্লেখ্য, বার্লিন উৎসবের এবারের আসরে সকলের নজর রয়েছে ওপেনহাইমার'খ্যাত কিলিয়ান মার্ফির দিকে। 'ওপেনহাইমার'-এ অভিনয়ের জন্য এবার অস্কার মনোনয়ন পেয়েছেন মার্ফি।
prothomasha.com
Copy Right 2023