বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। আইকিউএয়ার সূচকে শহরটির স্কোর সকাল ১০টায় ছিল ৮৪৮ অর্থাৎ এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা এ সময়ে ছিল সাত নম্বরে। আজ শনিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
বায়ুদূষণ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ২৩৯ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এরপর ভারতের আরেক শহর কলকাতা রয়েছে তৃতীয় অবস্থানে। এই শহরটির দূষণ স্কোর ২১৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।দেশটির অন্য এক শহর মুম্বাই রয়েছে চতুর্থ নম্বরে। ১৯০ স্কোর নিয়ে এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সপ্তম অবস্থানে থাকা রাজধানী ঢাকা শহরের দূষণ স্কোর ১৭১ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
prothomasha.com
Copy Right 2023