বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। শনিবার বাদ জোহর দুপুর ৩টায় কুমিল্লা সরকারি কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের বাড়ি শাসনগাছায় তাঁর বাবার কবরের পাশে অবন্তিকাকে সমাহিত করা হয়।এর আগে বেলা ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে অবন্তিকার মরদেহ হস্তান্তর করা হয়। অবন্তিকাকে শেষবারের মতো দেখতে তাঁর কুমিল্লার বাসায় আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রিয়াল বডির কয়েকজন সদস্য ও তাঁর সহপাঠীরা।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুনিরা জাহান সুমি জানান, তদন্ত কমিটি সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রতিবেদন দাখিল করবেন। ঢাকা থেকে আসা অবন্তিকার সহপাঠীরা জানান, তাঁর এমন মৃত্যুর খবরের জন্য কেউই প্রস্তুত ছিলেন না। সবাই এর সুষ্ঠু বিচার দাবি করেন।এদিকে অবন্তিকার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জোট।
গতকাল শুক্রবার রাতে কুমিল্লার বাগিচাগাওয়ের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। এর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে তাঁর মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও এক সহপাঠীকে দায়ী করেন। অবন্তিকার মৃত্যুর ঘটনার পর থেকেই দায়ীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুরেও কুমিল্লার পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এদিকে অবন্তিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
prothomasha.com
Copy Right 2023