মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভায় বাকিতে চিপস ও সিগারেট না দেওয়ায় এক মুদিদোকানিকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে পৌরসভার কাগজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নিহত ব্যক্তির নাম মোশারফ হোসেন (৫৫)। তিনি কাগজিপাড়া এলাকার প্রয়াত নুরু মোল্লার ছেলে। আটক মো. রুবেলের (৩৫) বাড়ি একই এলাকায়। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই মোশারফ হোসেনের দোকান। রাতে তিনি দোকানেই ঘুমাতেন। গতকাল রাত দেড়টার দিকে মো. রুবেল দোকানি মোশারফকে ঘুম থেকে ডেকে তুলে সিগারেট ও চিপস চান। তবে মোশারফ বাকিতে পণ্য দিতে চাননি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ছুরিকাঘাত করেন রুবেল। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। মোশারফকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান আজ মঙ্গলবার সকালে বলেন, ‘ওই ঘটনার খবর পাওয়ামাত্র আমরা সেখানে যাই। হত্যার সঙ্গে জড়িত রুবেলকে আটক করি। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
prothomasha.com
Copy Right 2023