গত বছর আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে আছেন মোহাম্মদ শামি। কার্যত হাঁটুর চোটের সঙ্গে লড়ছেন ভারতীয় পেসার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) আশা, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন শামি।আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সফরে রয়েছে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। সেই টেস্টে ফিরতে পারেন ৩৩ বছর বয়সী শামি। গত ফেব্রুয়ারিতে পায়ের অস্ত্রোপচার করানো হয় তার। কার্যত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ভারতীয় পেসার। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ^কাপ খেলতে পারেননি তিনি।শামি এখন ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) আছেন। তার পুনর্বাসন প্রক্রিয়া এখন শেষ দিকে। ওয়ানডে বিশ্বকাপের পর গত মাসে প্রথমবার বল হাতে নেন শামি। ধীরে ধীরে রানআপ ও বোলিংয়ের গতি বাড়িয়েছেন এই পেসার।
দুদিন আগে ওয়ানডে সিরিজ হেরে শ্রীলঙ্কা দেশে ফিরেছে ভারত। সফর শেষে ভারতীয় নির্বাচক অজিত আগারকার বলেছেন, ‘আমরা কমবেশি জানি, এই মুহূর্তে দলে কিছু ইনজুরির সমস্যা আছে। শামি বোলিং শুরু করেছে, এটা ভালো দিক। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু হবে (বাংলাদেশের বিপক্ষে)। এর মধ্যে শামিকে ফেরানো সব সময় আমাদের লক্ষ্য। আমি জানি না ফেরার জন্য ওকে কত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এনসিএর কাছ থেকে জানতে হবে।’বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ফিটনেস টেস্টের মধ্যে যেতে হবে শামিকে। দুলীপ ট্রফির একটি ম্যাচ খেলতে পারেন তিনি। ওই ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে শামির জাতীয় দলে ফেরার ভাগ্য।
prothomasha.com
Copy Right 2023