শ্রীলঙ্কা সিরিজের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের একমাত্র হোম সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।জিম্বাবুয়ের এই সফরে টি-টোয়েন্টির সঙ্গে দুইটি টেস্ট খেলারও কথা ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ায় টেস্ট দুটি সরিয়ে নেওয়া হয়েছে আগামী বছর।আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ।
এদিকে বিশ্বকাপের প্রস্তুতিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে বাকি দুইটি হবে ঢাকায়।৩ মে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের প্রথম দুইটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। তৃতীয় টি-টোয়েন্টি হবে বিকেল ৩টায়।ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টি হবে সন্ধ্যা ৬টায় ও পঞ্চম টি-টোয়েন্টি হবে সকাল ১০টায়।
জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিমান ধরবে বাংলাদেশ। আগামী ২১, ২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের হিউস্টনে।
prothomasha.com
Copy Right 2023