বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পটপরিবর্তন ও সার্বভৌমত্বের প্রশ্নে চীন হস্তক্ষেপ করবে না বলে জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের বন্ধুত্ব ও সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য। যা কিনা বাংলাদেশের মানুষের উপকারে আসবে। বাংলাদেশের মানুষকে সমর্থন করবে।’ইয়াও ওয়েন বলেন, ‘বৈশ্বিক কিংবা বাংলাদেশের পরিস্থিতি যতই বদলে যাক, চীন সব সময়ই বাংলাদেশের সঙ্গের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক উন্নয়নে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
বাংলাদেশের সঙ্গে চীন কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়ে তিনি বলেন, ‘আগের মতোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবে না চীন। আমরা বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চাই ‘ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পটপরিবর্তন ও সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন।’
prothomasha.com
Copy Right 2023