ভারতের মুম্বাই পুলিশ ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে রিয়া নামের বাংলাদেশি এক পর্ন তারকাকে গ্রেপ্তার করেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়ে বলেছে, মুম্বাই শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের শহরতলী এলাকা উলহাসনগর থেকে তাকে হিল লাইন পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। ওই তরুণীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এনডিটিভি প্রতিবেদনে বলেছে, বাংলাদেশি পরিবার জাল নথি ব্যবহার করে মুম্বাইয়ের আম্বারনাথ শহরের নেভালি নামে এলাকায় বাস করছে বলে জানতে পেরে পুলিশ অভিযান চালায়।
মূলত রিয়ার ঘটনাটি প্রকাশ্যে আনেন তারই এক বন্ধু। রিয়ার বন্ধু প্রশান্ত মিশ্র যখন জানতে পারেন যে, রিয়া বাংলাদেশের এবং অবৈধ ভাবে ভারতে বাস করছেন। প্রশান্তই পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন! তারপরেই পুলিশ রিয়ার নথি নিয়ে তদন্তে নামে।
পুলিশ বলেছে, রিয়া তার তিন সহযোগীকে ভারতে থাকার জন্য নথি জাল করে দেন। হিল লাইন পুলিশ রিয়া এবং অন্য চারজনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-১৯৪৬ এর ধারা ১৪ (এ) ও ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িত অপর চারজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মুম্বাই পুলিশের সাব-ইনস্পেকটর সংগ্রাম মালাকার বলেন, 'তদন্তে আমরা জানতে পেরেছি, রিয়ার মা অঞ্জলি এক বাংলাদেশি নাগরিক। ছেলে-মেয়েকে নিয়ে ভারতে অবৈধভাবে বাস করছেন। রিয়ার মা বিয়ে করেছেন মুম্বাইয়ে বসববাসরত অরবিন্দ বারদেকে। যিনি নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে দাবি করেছেন। ভুয়া জন্মসনদ ও অন্যান্য জাল নথি ব্যবহার করে রিয়ার মা তার ও তার সন্তানদের জন্য় জাল ভারতীয় পাসপোর্ট জোগাড় করেছেন।'
এদিকে পুলিশের তদন্তে আরও জানা গেছে, রাজ কুন্দ্রার প্রযোজনায়ও কাজ করেছেন রিয়া। এর বাইরে আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাকে। তিনি অভিনেত্রী গেহানা বসিষ্ঠের সঙ্গেও কাজ করেছেন বলে জানা যায়।
এদিকে হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হয়েছে, ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের অমরাবতী এলাকার এক ব্যক্তিকে বিয়ে করেছেন। তবে রিয়াকে গ্রেপ্তার করা হলেও তার মা, ভাই এবং বোন বর্তমানে নিখোঁজ। তাদের সন্ধান শুরু করেছে পুলিশ।উল্লেখ্য, আরোহি বারদে ও বান্না শেখ নামেও পরিচিত রিয়া এর আগেও গ্রেফতার হয়েছিলেন। অতীতে অনৈতিক ট্রাফিক (প্রতিরোধ) আইনে মুম্বাই পুলিশ পতিতাবৃত্তি সম্পর্কিত এক মামলায় গ্রেপ্তার করেছিল! তার বাবা-মা বর্তমানে কাতারে রয়েছেন।
prothomasha.com
Copy Right 2023