বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব রাষ্ট্র ওমান। দেশটি ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করতে পারে। স্থানীয় সময় বুধবার (২৯ মে ) টাইমস অব ওমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক জানান, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা খুলবে।
তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ১২ ক্যাটারির ভিসা খুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিশিয়াল ভিসা এবং বিশেষায়িত কর্মী ভিসা অন্তর্ভুক্ত।
গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত করে ওমান। অবশ্য ভিসা নিষেধাজ্ঞার পর মাস্কাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছিল, ভিসা দান বন্ধের প্রক্রিয়াটি স্থায়ী নয়।
prothomasha.com
Copy Right 2023