প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ
বাংলাদেশিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এফবিআইয়ের
নিউইয়র্কে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন ও মুক্তিপণ দাবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক বাংলাদেশিকে খুঁজছে যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তাকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি পোস্টারও প্রকাশ করেছে তারা। ওই পোস্টারে বলা হয়েছে, অভিযুক্ত বাংলাদেশির নাম রুহেল চৌধুরী (৩৪)। জন্ম বাংলাদেশে। নিউইয়র্কের কুইন্স এলাকায় গত বছরের ২৭ মার্চ ও ১১ মে দুটি অপহরণের ঘটনায় তিনি ও তার সঙ্গীরা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, অপহরণের পর ভুক্তভোগীদের সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করা হয়। নির্যাতন চালিয়ে বাধ্য করা হয় মাদক নিতে। একই সঙ্গে চালানো হয় যৌন নির্যাতন। পোস্টারে দেওয়া তথ্যানুযায়ী, অপহরণের সময় ব্যবহৃত গাড়ি রুহেল চৌধুরী সরবরাহ করেছিলেন এবং চালিয়েছিলেন। তিনি অপহরণের শিকারদের ওপর নির্যাতন চালিয়েছিলেন এবং তাদের হুমকিও দিয়েছিলেন। রুহেলের বিরুদ্ধে অপহরণের দুটি ও অপহরণ ষড়যন্ত্রে যুক্ত থাকার দুটি অভিযোগ আনা হয়। পরে গত ৯ জানুয়ারি রুহেল নিউইয়র্কের একটি আদালতে অভিযুক্ত হন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রুহেলকে গ্রেফতারে সহায়তার জন্য ২০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে এফবিআই।
prothomasha.com
Copy Right 2023