বাংলাদেশ-ভারতের মধ্যকার চেন্নাই টেস্টে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টেস্টটির তৃতীয় দিনে বাংলাদেশের ফিল্ডিং ঠিক করে দিয়েছিলেন তখন ব্যাটিংয়ে থাকা ভারতের ব্যাটার ঋশাভ পন্থ। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে কথা বললেন পন্থ।
পন্থের বাংলাদেশের ফিল্ডিং সাজানোর সেই ঘটনাটি ছিল একটি নতুন ওভারে। তখন বোলিংয়ে তাসকিন আহমেদ। তখন অফ সাইডে পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের দুইজন ফিল্ডার। তখন পন্থ হাত দিয়ে মিডউইকেটের দিকে ইশারা করে বলতে থাকেন, ‘আরে ভাই, এদিকে একজন আসো। এদিকে। ফিল্ডার কম আছে।’
শুধু ইশারাই নয়, বাংলাদেশের অধিনায়ক শান্ত যাতে ভালোভাবে বোঝেন সেজন্য ‘মিডউইকেট’ কথাটিও স্পষ্ট উল্লেখ করেন পন্থ। অবশ্য পন্থের কথা শুনে ফিল্ডিংয়ে পরিবর্তন আনেন শান্তও। সেই ঘটনার ভিডিও পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল ম্যাচ শেষ হওয়ার পর ধারাভাষ্যকার সেই ঘটনা মনে করিয়ে দিয়ে প্রশ্ন করেন, বাংলাদেশ দলের অধিনায়ক তখন কে ছিলেন- শান্ত না পন্থ?
প্রশ্ন শুনে হেসে ফেলেন পন্থ। পরে উত্তর দেন, ‘ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ বিষয়টি নিয়ে অজয় (জাদেজা) ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। ওখানে তখন ফিল্ডার ছিল না। এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল। আমি তাই বলেছি, ওখানে একজন ফিল্ডার দাও।’
prothomasha.com
Copy Right 2023