বরিশালের গৌরনদী উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন একজন। আহত সবাই বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা গুরুতর বলে জানান কর্তব্যরত চিকিৎসক। জানা যায়, স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিভক্ত দুই পক্ষ বৃহস্পতিবার (২ মে) বিকেলে উপজেলার বাটাজোড় এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় গুলিবিদ্ধ হন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু।
এছাড়া আরও আহত হন- মাহিলারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈকত গুহ পিকলু ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী পলাশ। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাত ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন দেশ টিভিকে বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনজন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ। তিনজনের অবস্থাই গুরুতর। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল কিনা তা ২৪ ঘণ্টা পার না হলে বলা যাবে না।
ঘটনার পরপরই সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ অভিযান শুরু করেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান বরিশাল জেলা পুলিশ সুপার।
prothomasha.com
Copy Right 2023