ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ সব এলাকার সব কিছু পানির নিচে। বন্যার্ত এলাকায় মানুষদের এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয়।আজ বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি দেন তাওহীদ। সেখানে তিনি লেখেন, ‘কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে।’
বন্যার্তদের জন্য যতটুকু করা যায় সেটাই করার অনুরোধ জানিয়ে এই তারকা আরও বলেন, ‘তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’
সবাইকে একত্রে লড়ে যাওয়ার অনুরোধ করে তাওহীদ আরও বলেন, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবার ও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’
prothomasha.com
Copy Right 2023