অ্যাপলকে বড় অঙ্কের জরিমানা গুণতে হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম ভাঙার জন্য ১৮৪ কোটি ইউরো (২০০ কোটি ডলার) জরিমানা করা হয়েছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্টকে। বার্তা সংস্থা রযটার্স জানায়, নিজস্ব অ্যাপ স্টোরে বিভিন্ন মিউজিক স্ট্রিমিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগে জরিমানা করা হয়েছে অ্যাপলকে। এর মধ্যে প্রাথমিক চার কোটি ইউরো জরিমানা ধার্য হয় প্রতিরোধক হিসেবে। আর ১৮০ কোটি ইউরো জরিমানা ধার্য করা হয়েছে প্রতিবন্ধক হিসেবে।
গত বছর সুইডিশ স্ট্রিমিং সেবা স্পটিফাই ও অন্যান্য সেবার ব্যবহারকারীদেরকে অ্যাপ স্টোরের বাইরের অর্থ পরিশোধ ব্যবস্থা সংশ্লিষ্ট তথ্য না জানানোর অভিযোগে অ্যাপলকে জরিমানা করেছিল ইউরোপীয় কমিশন। ২০১৯ সালে মামলাটি দায়ের করে স্পটিফাই।গত সোমবার স্পটিফাই জানায়, অ্যাপলের নিষেধাজ্ঞার কারণে একটি অন্যায্য ব্যবসায়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে যথাযোগ্য যুক্তি উপস্থাপন করা হয় একটি অ্যান্টিট্রাস্ট মামলায়। পাশাপাশি ২০২১ সালে অ্যাপলের বিরুদ্ধে ডেটা অ্যাপ সরবরাহকদের দায়ের করা মামলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এ যুক্তি ব্যবহার করেছে ডাচ অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে মার্কিন এই টেক জায়ান্টকে এমন কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে এই জরিমানার বিপরীতে আপিল করার কথা জানিয়েছে অ্যাপল। তবে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আদালত হিসেবে বিবেচিত লুক্সেমবার্গভিত্তিক জেনারেল কোর্টে দায়ের করা মামলাটি নিষ্পত্তি হতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে। এর আগ পর্যন্ত অ্যাপলকে জরিমানা পরিশোধ করে যাওয়ার পাশাপাশি ইইউ’র নির্দেশ মেনে চলতে হবে।
prothomasha.com
Copy Right 2023