গাজীপুরের শ্রীপুরে বন্ধ ফার্মেসি থেকে রেহেনা (২৩) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের মোস্তাফা মার্কেটের মোল্লা ফার্মেসি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রেহেনার বাবার নাম ইদ্রিস আলী। তার নানা বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেলেও তার ঠিকানা জানা যায়নি। অন্যদিকে রেহেনার স্বামী কিবরিয়ার বাড়ি যশোর জেলায় । তারও বিস্তারিত পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, মোস্তফা মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করতেন কিবরিয়া। ফার্মেসির ভেতরই থাকতেন তিনি। স্ত্রী থাকতেন অন্য জায়গায়। তিন দিন আগে রেহেনা আসেন স্বামীর কাছে। স্বামীর সঙ্গে ফার্মেসিতেই থাকতেন তিনি। শুক্রবার সকাল থেকে ওই ফার্মেসি বন্ধ ছিল। সন্ধ্যায় পাশের দোকানদার সোহেল বন্ধ ফার্মেসির ভেতরে বাতি জ্বলতে দেখে মার্কেটের মালিককে জানান। সন্ধ্যায় মার্কেটের মালিক মোস্তফা ফার্মেসির ভেতর নারীর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। রাতেই পুলিশ ওই ফার্মেসির তালা ভেঙ্গে রেহেনার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, রাতেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কিবরিয়া তার স্ত্রীকে গলাকেটে হত্যা করেন। পরে ফার্মেসিতে মরদেহ রেখে পালিয়ে যান।
prothomasha.com
Copy Right 2023