তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণিকূলে। এ অবস্থায় ফরিদপুরের সালথা উপজেলায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির জন্য বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয়। নামাজে উপজেলার দুইশতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়। বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম। বিশেষ নামাজের মোনাজাত পরিচালনাকারী মুফতি রবিউল ইসলাম জানান, ‘প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তায়ালার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আল্লাহ আমাদের মঙ্গল করুক আমিন।’
prothomasha.com
Copy Right 2023