ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টরের পদসহ চারটি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন দুই শিক্ষক। আজ রবিবার সকাল ১০টায় চবির রেজিস্ট্রার বরাবর পৃথক চারটি চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেন। এর মধ্যে দুটি সহকারী প্রক্টরের পদ ও একটি আবাসিক শিক্ষক এবং একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জ্যেষ্ঠ সহকারী পরিচালকের পদ।
পদত্যাগ করা ওই দুই শিক্ষক হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরুপ বড়ুয়া। এর মধ্যে সহকারী প্রক্টরের দায়িত্ব পালনের পাশাপাশি মোরশেদুল আলম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক এবং অরুপ বড়ুয়া চাকসুর জ্যেষ্ঠ সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন। পালি বিভাগের শিক্ষক অরূপ বড়ুয়া আমাদের সময়কে বলেন, ব্যক্তিগত কারণেইতিনি পদত্যাগ করেছেন। এর বেশি কিছু বলতে চান না।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোরশেদুল আলম বলেন, ‘পড়াশোনা ও শিক্ষকতায় আরও সক্রিয় হতে এই সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয় সবসময় আবেগের জায়গা। এতদিন প্রশাসনিক দায়িত্ব পালন করে অনেক কিছু শিখেছি, চেষ্টা করেছি সৎ থাকার।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ আমাদের সময়কে বলেন, ‘আমি চিঠি পেয়েছি। তবে পদত্যাগের বিষয়টি এখনো গৃহীত হয়নি। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
prothomasha.com
Copy Right 2023