প্রথম দল হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আসরটিতে ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে তারা। এছাড়া একজন রিজার্ভ ক্রিকেটারকেও রাখা হয়েছে। কেন উইলিয়ামসের নেতৃত্বে ইনজুরি আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েল আছেন এই স্কোয়াডে। জেমস নিশাম দলে এসেছেন। আর গত ওয়ানডে বিশ্বকাপে আলো কেড়ে নেয়া রাচীন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলও থাকছেন।
অভিজ্ঞ দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদিকে রাখা হয়েছে। এর সঙ্গে ম্যাট হেনরি আর লকি ফার্গুসন থাকবেন। স্পিন বিভাগ সামাল দিতে ইশ সোধি, মিচেল স্যান্টনার থাকছেন দলে। আর ট্রাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স। আগামী ৭ জুন গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। যেখানে ‘সি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।
ট্রাভেলিং রিজার্ভ: বেন সিয়ার্স।
prothomasha.com
Copy Right 2023