মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল ছায়াপথের সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, সূর্যের চেয়ে ৫০০ ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল এই কোয়াসার। এমনকি এর কৃষ্ণগহ্বর সূর্যের চেয়ে ১ হাজার ৭০০ গুণ বড়। কিন্তু কোয়াসারটির অবস্থান মানুষের দৃষ্টিসীমার বাইরে।
মহাবিশ্বের এই বিস্ময়ের নাম কোয়াসার। সম্প্রতি অস্ট্রেলিয়ার শহর কোনাবারাব্র্যান থেকে ২.৩ মিটার টেলিস্কোপ ব্যবহার করে উজ্জ্বল বস্তুটি দেখতে পান ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তাঁদের দাবি, কোয়াসারটির কেন্দ্রে রয়েছে সর্বগ্রাসী কৃষ্ণগহ্বর, যা প্রতিদিন একটি করে সূর্য গিলে খেতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, কোয়াসারটির ভর সূর্যের চেয়ে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ কোটি গুণ বেশি। এর অবস্থান পৃথিবী থেকে ১ হাজার ২০০ কোটি আলোকবর্ষ দূরে। তবে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞানীরা।সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে এক প্রতিবেদনে বিজ্ঞানীরা দাবি করেন, এটিই সম্ভবত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু। প্রতি মূহূর্তে এটি ব্যাপক আলো ও তাপ নির্গমন করছে। কোয়াসারের তাপমাত্রা ১০ হাজার ডিগ্রি সেলসিয়াস।
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের কোয়াসার আবিষ্কারের সত্যতা পেয়েছে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরিও। তবে ১৯৮০ সালেও এই বস্তুটি দেখতে পেয়েছিলেন বিজ্ঞানীরা। তখন একে তারা মনে করে নাম রাখেন জে-জিরো-ফাইভ-টু-নাইন-ফোর-থ্রি-ফাইভ-ওয়ান।
prothomasha.com
Copy Right 2023