ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে বয়কটের মুখে পড়েছে কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকরা পণ্যটি বর্জনের ডাক দেয়। এর প্রভাব বাংলাদেশেও লক্ষণীয়। সম্প্রতি পণ্যটির একটি বিজ্ঞাপন প্রচারে আসার পরপরই এ নিয়ে নেটদুনিয়ায় তুমুল সমালোচনার ঝড় ওঠে।
বিজ্ঞাপনে কোম্পানি দাবি করেছে, তাদের এই পণ্য ইসরায়েলি নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই বয়কটের ডাক দিয়েছে। গেল সোমবার বিজ্ঞাপনটি প্রচারে আসার পর নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে ইউটিউব চ্যানেল থেকে এটি সরিয়ে নেয় কোকাকোলা। কিন্তু গতকাল মঙ্গলবার রাত থেকে এটি আবারও প্রকাশ্যে আনেন তারা। তবে বিজ্ঞাপনের কমেন্ট বক্সটি (মন্তব্য) বন্ধ করে রাখা হয়েছে।
ওই বিজ্ঞাপনের ভিডিওতে মন্তব্য না করতে পারলেও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও সমালোচনা করছেন নেটিজেনরা।এদিকে, বিজ্ঞাপনটিতে অভিনয় করে সমালোচিত হচ্ছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মাসহ অনেকে। যদিও জীবন ও শিমুল এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। জানিয়েছেন, যেকোনো মানবাধিকার বিরোধী অপরাধের বিপক্ষে তারা।
prothomasha.com
Copy Right 2023