ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচনে অনেক হেভিওয়েট প্রার্থী এগিয়ে থাকলেও অনেকেই আছেন পিছিয়ে। এমন কয়েক জন হেভিওয়েট প্রার্থীর কথা জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অভিষেক বন্দোপাধ্যায়: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এ আসেন বিজেপির প্রার্থী অভিজিৎ দাস। আপাতত ৬ লাখ ৪ হাজার ২৪৪ ভোটে ভোটে এগিয়ে আছেন অভিষেক। অর্থাৎ ৪ লাখের বেশি ভোটের ব্যবধানে জেতার তিনি যে লক্ষ্য নিয়েছিলেন, সে পথেই এগিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের ভাতিজা।
অধীর চৌধুরী ও ইউসুফ পাঠান: মুর্শিদাবাদের বহরমপুর থেকে নির্বাচন করছেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার আসনটির দিকে এবার আলাদা নজর রয়েছে। তৃণমূল থেকে এখানে প্রার্থী হয়েছেন সাবেক তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। এখানে বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা। ২০ হাজার ৩৩৭ ভোটে এগিয়ে আছেন ইউসুফ। ভোটের ব্যবধানে দ্বিতীয় অবস্থানে নির্মল, তৃতীয় অবস্থানে আছেন অধীর।
দিলীপ ঘোষ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। দিলীপের চেয়ে ৯২ হাজার ৭৫ ভোটে এগিয়ে আছেন কীর্তি আজাদ।
দেব: হ্যাটট্রিকের জয়ের পথে আছেন টলিউড সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেব। টলিউডের আরেক অভিনেতা, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের থেকে ৩৭ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন তিনি।
নিশীথ প্রামাণিক: কোচবিহার আসন থেকে বিজেপির হয়ে নির্বাচন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এ আসনে তৃণমূলের প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া। আপাতত ১০ হাজার ৯০৯ ভোটে পিছিয়ে আছেন নিশীথ।
সুকান্ত মজুমদার: বালুরঘাট কেন্দ্র থেকে লড়াই করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত। এ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্ত্রী বিপ্লব মিত্র। আপাতত এগিয়ে আছেন সুকান্ত।
মহুয়া মৈত্র: কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েছেন সাবেক ডাকসাইটে এমপি মহুয়া মৈত্র। এ আসনে বিজেপির টিকিটে লড়েছেন অমৃতা রায়। তিনি আবার কৃষ্ণনগরের রাজমাতা হিসেবেও পরিচিত। আপাতত ৫৩ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন মহুয়া। (
অভিজিৎ গঙ্গোপাধ্যায়: পশ্চিমবঙ্গ বিজেপির প্রভাবশালী নেতা, তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা শুভেন্দু অধিকারীর এলাকা তমলুক থেকে প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি দুই তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য (তৃণমূলের প্রার্থী) এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের (সিপিআইএম প্রার্থী) বিরুদ্ধে লড়ছেন। আপাতত ৬ হাজার ভোটে এগিয়ে আছেন।
রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়: বিনোদন জগৎ থেকে এই প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেছেন রচনা বন্দোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে নির্বাচন করা রচনার প্রতিদ্বন্ধী টলিউট অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। আপাতত লকেটের চেয়ে ১৫ হাজার ভোটে এগিয়ে আছেন রচনা।
সায়নী ঘোষ: যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ১ লাখ ১ লাখের বেশি ভোটে এগিয়ে আছেন সায়নী ঘোষ। সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। দ্বিতীয় স্থানে আছেন সৃজন।
মহম্মদ সেলিম: মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লড়েছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি লড়াই করেছেন তৃণমূলের প্রার্থী হলেন আবু তাহের খান এবং বিজেপির প্রার্থী গৌরীশংকর ঘোষের বিরুদ্ধে। আপাতত পিছিয়ে আছেন সেলিম। ৫৪ হাজার ভোটে এগিয়ে আছেন আবু তাহের।
জুন মালিয়া ও অগ্নিমিত্রা পাল: মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, টলিউড অভিনেত্রী জুন মালিয়া। ৪১ হাজারের বেশি বেশি ভোটে এগিয়ে আছেন তিনি। দ্বিতীয় অবস্থানে আছেন আছেন বিজেপি প্রার্থী, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।
prothomasha.com
Copy Right 2023