লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে পুলিশ মহাপরিচালক রাব কুমারকে সরানোর নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তি জারি করে ৩ দফা নির্দেশে কমিশন জানায় যে, রাজীব কুমারকে নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এমন কোনও পদে অবিলম্বে পাঠাতে হবে।
২০২৪ লোকসভা নির্বাচনের এক মাসও সময় বাকি নাই। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে ১৯ এপ্রিল শুরু হবে ভোটগ্রহণ। সাত ধাপে ভোট চলবে ১ জুন পর্যন্ত। নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রশাসনিক রদবদল।ভারতের ছয় প্রদেশের স্বরাষ্ট্র সচিবকে অব্যাহতির নির্দেশ দিয়েছে কমিশন। এ ছাড়া গুজরাট, বিহার ও উত্তর প্রদেশের শীর্ষ আমলাদেরও অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ব্রিহানমুম্বাই মিউনিসিপাল করপোরেশিনের কমিশনার ইকবাল সিং চাহাল ও মহারাষ্ট্রের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ভোটকেন্দ্রিক সহিংসতার ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের শীর্ষ পুলিশ প্রধানকে বদলি করা হয়েছে। নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিবেক সহায়তে।এদিনই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিসের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হতেই কড়া অ্যাকশন নেয় কমিশন। শুধু সরানোই নয়, গোটা নির্বাচনী প্রক্রিয়ায় রাজীব কুমার কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
prothomasha.com
Copy Right 2023