দলের নেতা–কর্মীদের নির্যাতন করার অভিযোগ তুলে বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলটি বলেছে, ‘কেউ যদি মনে করেন অত্যাচার, নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তাঁরা বোকার স্বর্গে বাস করেন।’গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীকে উদ্দেশ করে এক দীর্ঘ পোস্ট দিয়েছে দলটি। সেখানে এই দাবি করেছে দলটি।
ওই পোস্টে আওয়ামী লীগ অভিযোগ করেছে, ‘ছাত্রদের আন্দোলন কোটার জন্য ছিল না। এর পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র।’
পোস্টে আরও বলা হয়, ‘আপনারা বুঝতে পারছেন, কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে!’ আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হতে দেবে না বলে জানানো হয়।
prothomasha.com
Copy Right 2023