সূত্রগুলো জানিয়েছে, সব ব্যাংক বিল-বন্ডের বিপরীতে চাহিদামতো স্পেশাল রেপো বা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি থেকে অর্থ পাবে, গত মার্চ মাসের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির কথা ছিল। একটি সভায় আইএমএফ প্রতিনিধিদলটি এ বিষয়ে জানতে চেয়েছিল। জবাবে বাংলাদেশ ব্যাংক জানায়, এখন ব্যাংকগুলোর চাহিদার ভিত্তিতে শতভাগ অর্থ সুবিধা দেওয়া না হলেও ৮০-৯০ শতাংশ পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, ব্যাংকগুলোকে প্রতিদিন যে টাকা ধার (রেপো) দেওয়া হয়, তা দৈনিকের পরিবর্তে সাপ্তাহিক ভিত্তিতে চালু করার পরামর্শ দিয়েছে আইএমএফ। এর ফলে ব্যাংকগুলোর ট্রেজারি ব্যবস্থাপনা আরও বাজারভিত্তিক হবে বলে মনে করছে সংস্থাটি। এ ছাড়া শুধু নীতি সুদহার বহাল রেখে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ধরনের সুদহার উঠিয়ে দেওয়ার পক্ষে মতামত দিয়েছে সংস্থাটি। আইএমএফ মনে করে, এতে তারল্য ব্যবস্থাপনা আরও বাজারভিত্তিক হবে এবং বাজারের ওপর নির্ভর করে নির্ধারিত হবে সব ধরনের সুদহার।