পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের ব্যাংক ডাকাতির রেশ ধরে আড়াই মাসের বেশি বন্ধ থাকার পর পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা উঠল থানচিতে। তবে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় এখনো ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে।গতকাল শনিবার আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটনসংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে থানচি উপজেলা প্রশাসন।
থানচি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ মামুন জানান, আজ রবিবার থেকে স্থানীয় প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকরা ঘুরে বেড়াতে পারবেন। শনিবারে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রনিধি, হোটেল মালিক সমিতি ও পর্যটক গাইড সমিতি প্রতিনিধির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।‘পর্যটকরা তিন্দুর বড় পাথর, রেমাক্রি ও তমা তুঙ্গী পর্যটন স্পটে যেতে পারবেন। নিরাপত্তার কারণে এর বাইরে যাওয়া যাবে না। গাইড সমিতির প্রতিনিধিদের বলে দেওয়া হয়েছে, কোথায় যেতে পারবেন আর কোথায় যেতে পারবেন না।
prothomasha.com
Copy Right 2023