Skip to content

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

    নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু prothomasha.com

    নোয়াখালী বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর সদর উপজেলার উত্তর চর ওয়াফদা গ্রামের মো. জামাল মজুমদারের ছেলে শাকিল (২৫), উপজেলার সোনাপুর গ্রামের মো. সিরাজের ছেলে রিয়াজ (২৬) ও কুমিল্লা জেলার চান্দিনা থানার ডাগরজোয়ার গ্রামের শাহজাহান মুন্সির ছেলে কামরুল (৩০)।

    স্থানীয়রা জানান, পাঁচ তলা ভবনের সয়েল টেস্ট করার জন্য খনন কাজ চলছিল। নিহত ৩ জনসহ মোট পাঁচজন শ্রমিক আশরাফুল নামের এক ঠিকাদারের অধীনে কাজ করছিলেন। এ সময় একটি লোহার পাইপ পল্লী বিদ্যুতের তারে গিয়ে স্পর্শ করে। এতে বিকট আওয়াজ হয়ে ৩ জন শ্রমিক ছিটকে পড়ে। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাকিলের খালাতো বোন শিউলি জানান, শাকিল বিবাহিত। তার স্ত্রী ও দুটি ছেলে আছে। কয়েকদিন পর শাকিলের জার্মানী যাওয়ার কথা ছিল।

    নিহত কামরুলের স্বজনরা জানান, এক বছর আগে বিয়ে করেন কামরুল। তার কোনো সন্তান নেই। মারা যাওয়ার এক ঘণ্টা আগে তিনি স্ত্রী লিপির সঙ্গে মোবাইলে কথা বলেন। এ সময় তিনি স্ত্রীকে ভাত রান্নার জন্য বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বহ্নি সাহা বলেন, ‘তাদেরকে হাসপাতালে আনার আগেই মারা যান। আমি পরীক্ষা করে তাদেরকে মৃত ষোষণা করি। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, দুপুর আড়াইটার দিকে নিহতদের হাসপাতালে আনা হয়। আমাদের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বহ্নি সাহা তাদের দেখে মৃত ঘোষণা করেন।

    বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত নাথ দীপ্ত বলেন, খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ হাসপাতাল যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থ্যা প্রক্রিয়াধীন। তিন জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আইনি কর্যক্রমের পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।