যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে গৃহহীন ব্যক্তির ছুরিকাঘাতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) ম্যানহাটনের পৃথক তিনটি স্থানে এক ব্যক্তি ছুরিকাঘাতের এ ঘটনা ঘটিয়েছেন।
ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগে ৫১ বছর বয়সি সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিউইয়র্কের পুলিশ জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ছুরিকাঘাতের শিকার দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত তৃতীয় ব্যক্তি একজন নারী। তাকে নিউইয়র্কের জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত এ নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি। সম্প্রতি এক ফৌজদারি মামলায় তার সাজা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি ‘বিনা প্ররোচনায়’ হামলা চালিয়েছেন।
হতাহতদের নাম প্রকাশ করা হয়নি। তবে প্রথম হামলার শিকার ও নিহত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি একজন নির্মাণ শ্রমিক। দ্বিতীয় হামলার শিকার ব্যক্তির বয়স ৬৮ বছর। ইস্টরিভারে মাছ ধরার সময় তাকে আঘাত করা হয়। তিনিও মারা গেছেন।
দ্বিতীয় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে ৩৬ বছর বয়সি এক নারীকে ছুরিকাঘাত করা হয়। এক ট্যাক্সি চালক এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন। এর পর পুলিশ সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করেন।
prothomasha.com
Copy Right 2023