অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য, অজেয়; চলতি মৌসুমে জাবি আলোনসোর বেয়ার লেভারকুসেনকে এমন বিশেষণে বিশেষায়িত করা যায় অনায়াসে। একের পর এক সাফল্য নিজেদের করে নিচ্ছে দলটি। কিছুদিন আগেই বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব শেষ করে পরেছে বুন্দেসলিগার মুকুট। এবার দলটি ৩৬ বছর পর পৌঁছে গেল ইউরোপা লিগের ফাইনালে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করে লেভারকুসেন। প্রথম লেগে লা লুপাদের দুর্গেই ২-০ ব্যবধানে জিতেছিল আলোনসোর শিষ্যরা। তাতে দুই লেগ মিলিয়ে ৪-২ অগ্রগামিতায় ফাইনালে গেল তারা।
রোমার বিপক্ষে ম্যাচ নিয়ে টানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল লেভারকুসেন। ৫৯ বছরের রেকর্ড ভেঙে গড়েছে ইউরোপীয় ফুটবলের নতুন রেকর্ড। এর আগে, ১৯৬৩ থেকে ৬৫ সালে টানা ৪৮ ম্যাচ অপরাজিত ছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। রিয়াল মাদ্রিদের মতো ম্যাচের শেষ মুহূর্তে কামব্যাককে যেন নিয়ম বানিয়ে ফেলেছে লেভারকুসেন। এই ম্যাচেও যেন একই চিত্র। ২ গোল এগিয়ে থেকে দ্বিতীয় লেগে খেলতে নামে লেভারকুসেন। এই ম্যাচে নিজেদের মাঠে ৮২ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল লেভারকুসেন। রোমার হয়ে ম্যাচের ৪৩তম ও ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লিয়ান্দ্রো পারেদেস।
৮২ মিনিটে রোমার ভুলেই ম্যাচে ফেরার সুযোগ পায় লেভারকুসেন। নিজেদের জালেই বল জড়ান জিয়ানলুকা মানচিনি। এরপর যোগ করা সময়ে জোসিপ স্ট্যানিসিক গোল করে রোমাকে ম্যাচ থেকেই ছিটকে দেন। ৯৮৭-৮৮ সালে প্রথমবারের মতো ইউরোপার ফাইনালে খেলে লেভারকুসেন। শিরোপা জয় করে প্রথম সুযোগেই। এবার আরও একটি ফাইনাল। আলোনসোর লেভারকুসেন যেই গতিতে আগাচ্ছে তাতে আরও একবার শিরোপার প্রহর গুনছে ভক্তরা। তবে সেজন্য অপেক্ষা করতে হবে আগামী ২২ মে পর্যন্ত। আয়ারল্যান্ডের ডাবলিনে ইউরোপা লিগের ফাইনালে তাদের হারাতে হবে ইতালির ক্লাব আতালান্তাকে।
prothomasha.com
Copy Right 2023