কক্সবাজারে এক হিজড়াকে কান ধরে উঠবস এবং আরও কয়েকজনকে মারধরসহ হয়রানির ঘটনায় ফারুকুল ইসলাম নামে এক যুবককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।গত বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল থেকে সুগন্ধা পয়েন্ট এলাকায় হয়রানির শিকার হন ওই নারী ও হিজড়ারা। এরপর এ ঘটনার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিও দেখে জড়িত ফারুকুলকে শনাক্ত করে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। বাকিদেরকেও শনাক্ত করার চেষ্টা চলছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, বুধবার শিক্ষার্থীদের ৫০-৬০ জনের একটি দল সন্দেহভাজন কিছু নারী ও হিজড়াদের বিচ থেকে চলে যেতে অনুরোধ করে। বেশিরভাগ চলে গেলেও কয়েকজন যেতে অসম্মতি জানায়। পরে তাদের মধ্যে একজনকে কান ধরে উঠবস করানো হয়।অভিযোগ পাওয়া গেছে, হিজড়ারা সবসময় বিচে পর্যটকদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতো। তবে, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি নির্যাতিতরা।
prothomasha.com
Copy Right 2023