আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত হলো। আজ বুধবার বৃষ্টির কারণে খেলা বাতিল হয়। ফলে পাঁচদিনের ম্যাচের তিন দিন চলে গেলেও, এখনও টস পর্যন্ত হয়নি।ভারতকে দীর্ঘদিন আফগানিস্তান নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। দেশটির গ্রেটার নয়ডায় খেলে থাকে তারা। তবে মাঠের বাজে অবস্থার কারণে দ্বিতীয় দিন রোদ থাকার পরও খেলা গড়ায়নি।আজ তৃতীয় দিন সকালের বৃষ্টি দেখেই বাতিল করতে হলো দিনের খেলা। কারণ বৃষ্টি যদি থেমেও যায়, আউটফিল্ডের যে অবস্থা- তাতে সারাদিনেও মাঠ প্রস্তুত করার সামর্থ্য নেই এই ভেন্যুর কর্তৃপক্ষের।
এর আগে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিন ছিল ঝলমলে রোদ। তবে আউটফিল্ড নিমজ্জিত ছিল পানিতে। বাধ্য হয়ে মাঠকর্মীরা বিদ্যুতের লাইন টেনে টেবিল ফ্যান ও স্ট্যান্ড ফ্যান দিয়ে মাঠ শুকানোর কাজ করেন। এরপর মাঠের বাইরের অন্য জায়গা থেকে ঘাস তুলে এনে লাগানো হয় মাঠে। আর এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।
prothomasha.com
Copy Right 2023