অনেক দিন পরে নন-ক্যাডারে আলাদা আলাদা দুটি মিলে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবারে পদের সংখ্যা ২ হাজার ৬৪২। কেন হঠাৎ এত বড় নিয়োগের বিজ্ঞপ্তি—এ প্রশ্নে পিএসসি বলছে, বিসিএস থেকে নিয়োগ সম্ভব হয়নি, এমন পদগুলো নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হচ্ছে।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ৪৬তম বিসিএস পর্যন্ত কোন পদে কতজন নিয়োগ হবে, সেটি ঠিক করা আছে। এর বাইরে যেগুলো নন-ক্যাডারের পদ পিএসসিতে চাহিদা আকারে আসছে, তার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এবারের ২ হাজার ৬৪২ পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি এরই অংশ। নিয়ম অনুসারে আবেদন করা যাবে এসব পদে। পিএসসি সূত্র জানায়, ২ হাজার ৬৪২ পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে এবারে টেকনিক্যাল বা কারিগরি–সংক্রান্ত পদ বেশি। এখানে অভিজ্ঞদের যেমন পদ আছে, তেমনি অভিজ্ঞতা নেই, এমন প্রার্থীদেরও চাকরির সুযোগ আছে। পদগুলোয় বিষয়ভিত্তিক ডিগ্রি জরুরি। দুটি আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাতে ২৭টি পদ রয়েছে।
এগুলো অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন বা চাকরির অভিজ্ঞতাও নেই, বিভিন্ন পদে তাঁদের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে পদ আছে ২ হাজার ৫০০-এর বেশি। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত। পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), সিস্টেম অ্যানালিস্ট, জুনিয়র কনসালট্যান্ট, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, প্রোগ্রামার সহকারী, প্রোগ্রামার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, সহকারী প্রকৌশলী প্রভৃতি পদে আবেদন আহ্বান করা হয়েছে।
prothomasha.com
Copy Right 2023