মৌসুম শেষ হতে এখনো ঢের সময় বাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা মাত্র শুরু হচ্ছে। এর মধ্যেই আগামী দলবদলের গুঞ্জনে ভারী হয়ে উঠছে চারপাশ। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডের মতো তারকারা আগামী মৌসুমে নিজ নিজ দলে থাকবেন কিনা, সে আলোচনা চলছে।এক সময় ফুটবলের সবচেয়ে বড় তারকাদের দলবদলের প্রসঙ্গে বার্সেলোনার নাম উঠে আসত অবধারিতভাবে। তবে আর্থিকভাবে বিপর্যয়ে পড়া বার্সেলোনাকে বর্তমানে তারকা টানতে একটু ভিন্ন পথে হাঁটতে হচ্ছে। প্রতিভাবান কিন্তু চুক্তির মেয়াদ বা অন্য কারণে কম মূল্যেই পাওয়া যাবে, এমন ফুটবলারে আগ্রহ দেখাচ্ছে তারা। এ কারণেই ম্যাসন গ্রিনউডের দলবদলের গুঞ্জনটা বেশ জোরেশোরে উঠেছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির ফুটবলার। রাইটউইংয়ে খেলেন, তবে দুই পায়েই সমান স্বচ্ছন্দ। মার্কাশ রাশফোর্ড নয়, ইউনাইটেডের আক্রমণের সেরা অস্ত্র এই ইংলিশ ফরোয়ার্ড। দারুণ শুরুর পর সঠিক পথেই এগোচ্ছিলেন। কিন্তু ২০২২ সালের জানুয়ারিতে এক ঝড় তাঁর ক্যারিয়ার এলোমেলো করে দেয়।সে সময় ২০ বছর বয়সী গ্রিনউডের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ তোলেন তাঁর সাবেক বান্ধবী। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে যদিও নির্দোষ বলে প্রমাণিত হন এই উইঙ্গার। তবে এর পেছনে বাদির অভিযোগ তুলে নেওয়াই মূল ভূমিকা রেখেছিল। কারণ,মামলা চলাকালে বিভিন্ন সূত্র ও প্রমাণে অভিযোগ সত্যি বলেই মনে হয়েছিল।
এর প্রভাবও পড়েছে। এই মৌসুমের শুরুতে দায়মুক্তির পর গ্রিনউডকে প্রাথমিক স্কোয়াডে রেখেছিল ইউনাইটেড। কিন্তু সমর্থকদের ভয়ংকর প্রতিক্রিয়ার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে যেতে হয়। পরে স্প্যানিশ ক্লাব হেতাফের কাছে ধারে পাঠানো হয়েছে তাঁকে।নতুন ক্লাবে তোলপাড় ফেলে না দিলেও বেশ ভালো করছেন ২২ বছর বয়সী। এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে ৮ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট তাঁর।আক্রমণের সব দিকেই খেলতে পারেন গ্রিনউড। অনেক উইঙ্গার যেখানে প্রান্ত বদল করলেই ধার হারিয়ে ফেলেন, দুই পায়েই স্বচ্ছন্দ এই ফরোয়ার্ডের সে সময়া হয় না। এমনকি মূল স্ট্রাইকার হিসেবেও খেলার ক্ষমতা আছে। নিজ লিগেই এমন এক খেলোয়াড়কে পেয়ে বার্সেলোনা তাঁর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে।
এরই মধ্যে বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মুরতাগ ও নেগোশিয়েশন পরিচালক ম্যাট হারগ্রিভসের সঙ্গে দেখা করেছেন। বার্সেলোনায় এই তিনজন যখন মিটিং করছিলেন, তখন সিএএ বেস এজেন্সির দুই এজেন্ট ফ্র্যাঙ্ক ট্রিমবোলি ও ফেদেরিকো মাসাইও সেখানে ছিলেন। দিয়ারিও স্পোর্ত বলছে গ্রিনউডের দলবদলের ব্যাপারেই কথা বলেছেন তারাইউয়ানিটেড গ্রিনউডকে ছেড়ে দিতেই আগ্রহী। রাইট উইংয়ে আন্তোনিও ভালো করছেন না, অন্য উইঙ্গার জাডোন সাঞ্চোও কোচের সঙ্গে বণিবণা না হওয়াইয় ধারে বরুশিয়া ডর্টমুন্ডে চলে গেছেন। সে তুলনায় গ্রিনউডের পারফরম্যান্সই ভালো, তবু তাঁকে ফিরিয়ে সমর্থকদের তোপের মুখে পড়তে চায় না ক্লাব।
prothomasha.com
Copy Right 2023